আলোচিত কর্মকর্তা মঞ্জুর শাহরিয়ারের স্ত্রী-ছেলেমেয়েও করোনায় আক্রান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

আলোচিত কর্মকর্তা মঞ্জুর শাহরিয়ারের স্ত্রী-ছেলেমেয়েও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর শাহরিয়ারের স্ত্রী-ছেলেমেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে তিনি নিজেই পরিবারের সদস্যদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার করোনার নমুনা পরীক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত এই কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

মঞ্জুর শাহরিয়ার বলেন, ‘করোনা পরীক্ষায় তিনজনেরই (স্ত্রী-ছেলেমেয়ে) ফলাফল পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পরিবারের সদস্যদের করোনা পজিটিভের কথা জানিয়েছেন মঞ্জুর শাহরিয়ার।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘স্ত্রী, পুত্র, কন্যা তিনজনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ। ঘরের সবাই আক্রান্ত। ভাইবোনেরা নিরলস সাপোর্ট দিচ্ছেন। সবাই দোয়া করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ।’

তার এই পোস্টে শত শত মানুষ মঞ্জুর শাহরিয়ারের পরিবারের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন।

মঞ্জুর শাহরিয়ার একজন সৎ কর্মকর্তা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে নামীদামি অনেক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ আলোচনায় আসেন তিনি।

গত বছর একটি অভিযানের সময় দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এরপর ঈদের ছুটির মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করা হয়। পরে আবার তা বাতিল করা হয়। সকল অভিযানে আপডেট ভিডিওসহ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

Comment here