নিজস্ব প্রতিবেদক সাভার : সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে রিয়াজুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই পোশাক শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ওই নারী আশুলিয়ার দোসাইদ এলাকায় পোশাক কারখানায় চাকরি করেন।
সেই সুবাদে এলাকার রিয়াজুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে রিয়াজুল তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে সে গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। গত সোমবার রাতে রিয়াজুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ভিকটিম। রাতেই চারাবাগ এলাকা থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।
Comment here