আসছে ২০০ টাকার নোট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আসছে ২০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। পরদিন ১৮ মার্চ থেকে নতুন এই ব্যাংক নোট অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও আগামী ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

Comment here