সারাদেশ

‘আয়নাতে ওই মুখ’র গীতিকার কে জি মোস্তফা আর নেই

বিনোদন প্রতিবেদক :‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’- এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা আর নেই।

আজ রোববার রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থবোধ করলে কে জি মোস্তফাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার বাদ জোহর এই গীতিকবির মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

 

Comment here

Facebook Share