নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্মেলনস্থলের আশপাশের এলাকায় ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে প্রচারণা চালানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এই সম্মেলন উদ্বোধন হওয়ার আগেই বিভিন্ন নেতার নামে শুভেচ্ছার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেড়ে যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। রং-বেরঙের এই ব্যানার-ফেস্টুনের মধ্যে সম্রাটের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন দেখা যায়।
তবে কে বা কারা এমন প্রচারণা চালিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি নেতাকর্মীরা। পোস্টার ও ফেস্টুনে ইসমাইল চৌধুরী সম্রাট মুক্তি পরিষদ এবং ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের নাম দেখা গেছে।
ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে লাগানো ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি সম্রাটের ছবি জুড়ে দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এতে ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এমন প্রচারণা স্লোগান লেখা ছিল।
অন্যদিকে সম্রাট মুক্তি পরিষদের আহ্বায়ক জাহিদ হাসান ভূঁইয়ার নামে লাগানো প্রচারণা পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এতে সম্রাটের ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ের কর্মী যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাটের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।’
প্রসঙ্গত, ক্যাসিনোকাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হওয়ার আগে সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
Comment here