আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. সৌরভ হোসেন (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চরআমজাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৌরভ ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাতে সৌরভ হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comment here