নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। এর মধ্যেই ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।
বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
এ বিষয়ে জানতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযূষ দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। সংস্থাটির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমানের মুঠোফোনেও সাড়া পাওয়া যায়নি।
ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
Comment here