আবুল হাসান ও শাহজাহান শোভন,টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।
ইজতেমার প্রথম পর্বে তাবলিগী কায়দায় বিনা যৌতুকে ৯৬টি বিয়ে সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় পর্বে আজ শনিবার পর্যন্ত ইজতেমায় আরও দশটি বিয়ে সম্পন্ন হলো। বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক জানান, গতকাল শুক্রবার যৌতুক বিহহীন এ বিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেন ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা। সে সিদ্ধান্ত অনুযায়ী পাত্র-পাত্রীদের পারস্পরিক সিদ্ধান্তে আজ ১০টি বিয়ে সম্পন্ন হয়।
মো. সায়েম আরও জানান, বরেরা ইজতেমা ময়দানের একটি বিশেষ কামরায় উপস্থিত হন। আর কনেরা নিজেদের বাড়িতে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা, খেজুর বিতরণ ও দোয়া করা হয়। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান।
এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে বন্ধ ছিল।
Comment here