ঢাকাসমগ্র বাংলা

ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরও দুজন মুসল্লি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়। এনিয়ে এবারের বিশ্ব ইজতেমায় তিন মুসল্লি মারা গেলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার বাসিন্দা খোকা মিয়া (৬০) ও  চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০)।

ইজতেমা ময়দানের কন্ট্রোল রুমে মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে খোকা মিয়া হৃদরোগে এবং মধ্যরাতে মোহাম্মদ আলী বার্ধক্যজনিত রোগে মারা যান। শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার ইয়াকুব আলী সিকদার নামে এক মুসল্লি মারা যান।

এদিকে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতির মধ্য দিয়ে ইবাদত-বন্দেগিতে মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগপারের বিশ্ব ইজতেমা ময়দান। আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

তিন দিনব্যাপী মুসলিম জাহানের এই বৃহত্তর গণজমায়েতে বয়ান পেশ করবেন দেশ-বিদেশের আলেম ও তবলিগ জামাতের শীর্ষ মুরব্বিরা। আগামী রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এই ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি।

Comment here

Facebook Share