সোমবার ১২নভেম্বর বেলা পোনে বারটায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিরগঞ্জ ট্রলার ঘাটে অভিযান চালিয়ে, প্লাস্টিকের বস্তার ভাজে ভাজে অভিনব কায়দায় গাঁজা রেখে বস্তার বান্ডিল মাথায় নিয়ে যাওয়ার পথে ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই কামরুজ্জামান ও এএসআই এহসানুল হক হীরার উপস্থিতিতে ইটনা থানাধীন মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ ট্রলারঘাট হইতে তাদেরকে গাঁজাসহ আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
জানাযায় আটককৃত মাদক ব্যবসায়ী দু’জনেই ভৈরব থানার বাসিন্দা। তাদের মধ্যে একজন কালিপুর মধ্যপাড়া সাকিনের বাবুল মিয়া ভাঙ্গারীর ছেলে রমজান (২০) ও অপরজন কালিপুর বাদশাবিল হাইস্কুলের পিছনে বাড়ী বাবুল মিয়ার ছেলে সজিব মিয়া (২৪)।
উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ জেলা হইতে মাদকদ্রব্যের চালান এপথে নিয়া ভৈরবে বিক্রয় করারর কথা স্বীকার করে।
থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান (বিপিএম) জানান- মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াকরণ চলমান রয়েছে ও তাদেরকে আগামীকাল কিশোরগঞ্জ কোর্ট আদালতে প্রেরণ করা হবে।
Comment here