আন্তর্জাতিক

ইতালিতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন,ইতালি : ইতালিতে হৃদরোগে আক্রান্ত হয়ে আদিত্য কুমার বড়ুয়া (৫৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভেনিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

জানা গেছে, আদিত্য কুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে ভেনিস শহরে স্বপরিবারে বসবাস করছিলেন। তিনি সেখানকার স্থানীয় রেস্টুরেন্টের কুক ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

ইতালির ভেনিস থেকে প্রবাসী বাংলাদেশির বন্ধু পলাশ রহমান জানান, ‘তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। খুব ভালো মানুষ ছিলেন। তার এই মৃত্যুতে ভেনিস বাংলাদেশি কমিউনিটি শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্বীয়স্বজন রেখে গেছেন।

Comment here

Facebook Share