খালিদ সাইফুল, কুষ্টিয়া প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে দেশ যখন একেবারে থমকে গেছে,অসহায় মানুষের অভাবের আর্তনাদ বেড়েই চলেছে,ঠিক তখন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা “রোকনুজ্জামাম রোকন” নিজ দায়িত্বে অসহায় খেটে খাওয়া ঘরবন্দী ১০০টি পরিবারের মাঝে রাতের আধারে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে।
এসময় তার সহযোগিতায় ছিলো, কুষ্টিয়া সদর থানা ছাত্রদল নেতা “সাইফুল ইসলাম”, মোঃ আলম ইসলাম,আব্দালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা “মোহাম্মদ ইশতিয়াক”, সোহানুর রহমান, ইমন, আবির, রিকো,রাব্বি, সাব্বির, রুবেল, এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল ইসলাম।
Comment here