মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে গণপরিবহনটির চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুরের কাজীপাড়া অংশে মেট্রোরেলের ইলেকট্রিক তারে ঘুড়ি আটকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর ১টা ১০ মিনিটে তারের উপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।’
সবশেষ দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়নি।
Comment here