ইসি গঠনে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

ইসি গঠনে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী সোমবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। আজ বুধবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আগামী ২০ তারিখ থেকে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন।

মো. জয়নাল আবেদীন বলেন, সংসদের প্রধান বিরোধী দলের সঙ্গে প্রথম আলোচনা হওয়ার কথা। ১৫ থেকে ২০ দিন এ আলোচনা চলবে।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় নেতা মুজিবুল হক চুন্নু জানান, আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণের বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সংলাপে যোগ দেবো কি না এবং যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে আমাদের কৌশল কী হবে, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তা নিয়ে বৈঠকে বসব।’

প্রসঙ্গত, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হবে।

 

Comment here