ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ মাগুরা জেলার সদর এলাকা থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত ১১ইং ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে মাগুরা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন।অভিযান পরিচালনার সময় মাগুরা জেলার সদর থানাধীন ব্র্যাক অফিসের সামনে ঝিনাইদহ হইতে ফরিদপুরগামী পাকা রাস্তার উপর থেকে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আশিক শেখ (২১), পিতা- মৃত ফয়সাল শেখ, সাং-মহিষাপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর,গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃতের নিকট হতে ১০০ পিচ ইয়াবা, ০৩ টি মোবাইল সেট এবং ০৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার মামলা হয়েছে।
Comment here