২১ বছর বয়সী এক উঠতি মডেল-অভিনেত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, পরে সেই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক চিকিৎসকের বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।
ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি হিন্দি ধারাবাহিকে কাজ করার সূত্রে অভিযুক্ত ওই চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ে পরিচয় হয়েছিল ওই মডেলের। সেখান থেকেই প্রেম। পরবর্তীতে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ‘লিভ টুগেদার’ করতেন তারা।
পুলিশ জানায়, ওই মডেল-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। পরে চিকিৎসককে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
ওই মডেলের অভিযোগ, তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বের সূত্র ধরেই একসঙ্গে থাকতে শুরু করেন তারা। এই সুযোগে ওই চিকিৎসক তাকে ধর্ষণ করেন এবং আপত্তিকর ছবিও তুলে রাখেন।
সেই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
Comment here