এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ ৫২৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয় জন। এ সময় ঢাকায় সাতজন এবং চট্টগ্রামে তিনজন মারা গেছেন। রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে  দুইজন করে মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Comment here