সারাদেশ

এক নজরে দেশের করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বিশ্ব। বাংলাদেশেও বেড়ে চলেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর পর থেকে বেড়েই চলেছে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা।

এক নজরে দেশের করোনা পরিসংখ্যান

কোভিড-১৯ রোগে গত ৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মার্চ মাসের ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

 

এপ্রিল মাসের মাত্র ১০ দিনেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে ৩৭৩ জনের মধ্যে।

শনাক্ত রোগীর ফলাফল

করোনাভাইরাসে আক্রান্ত ৪২৪ জনের মধ্যে চিকিৎসাধীন আছেন ৩৬৪ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৮৫ দশমিক ৮ শতাংশ। এরই মধ্যে ৩৩ জন অর্থাৎ ৭ দশমিক ৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মৃত্যু হয়েছে ২৭ জন অর্থাৎ ৬ দশমিক ৪ শতাংশ রোগীর।

কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯০ জন পুরুষ আর নারী ১৩৪ জন। অর্থাৎ মোট আক্রান্ত রোগীর ৬৮ দশমিক ৫ শতাংশই পুরুষ।

 

Comment here

Facebook Share