ক্রাইম

এক রোগীকে ১০ দিনে ১০৭৩টি ট্যাবলেট, হাসপাতালে র‍্যাবের অভিযান

রাজধানীর গ্রিন রোডের সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই হাসপাতালে এক রোগীকে ১০ দিনে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানোর বিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিল পরিশোধ না করে হাসপাতাল থেকে রোগীকে বের করতে দেয়নি তারা।

রোগীর দেওয়া এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে র‌্যাব-২। রাত সাড়ে ১১টায় দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান,  বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান শুরু হয়েছে। এখনো অভিযানটি চলছে।

তিনি আরও জানান, সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনদের অভিযোগের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।

১০ দিনে আগে ভর্তি হওয়া হার্টের এক রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট কীভাবে খাওয়ানো হয়েছে সেটাই যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

  

Comment here

Facebook Share