এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা

দেশে ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ডলারের দাম বেড়ে দাঁড়াল ১১৭ টাকায়। বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে এ দাম বাড়িয়েছে তারা।

আজ বুধবার ডলারের দাম বাড়ানোর বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের এ দাম নির্ধারণ করেছিল।

Comment here