এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শেখ হাসিনার জীবনই : কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শেখ হাসিনার জীবনই : কাদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আজকে যদি আপনি প্রশ্ন করেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহুর্তে কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন; বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবন হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। বারে বারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার তার জীবনের ওপরই বেশি আঘাত আসছে।’

সরকারের এ মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলিয়াস সিজার হত্যাকাণ্ড নিয়ে শেক্সপিয়ার লিখেছেন। শেক্সপিয়ার এ হত্যাকাণ্ডকে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। শেক্সপিয়ার জীবিত থাকলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকেই পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতেন। অনেক রাষ্ট্রনায়ক নিহত হলেও অন্তঃসত্ত্বা নারী ও শিশু খুন হয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীদেরও খুন করা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবকিছু উপেক্ষা করে পিতা মুজিবের আদর্শকে বুকে ধারণ করে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসীম সাহসে এগিয়ে চলেছেন। তিনি দেশকে উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন।’

কাদের বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন সততার সাথে দুর্নীতিমুক্ত দেশ গড়তে লড়াই করে গেছেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাম্প্রদায়িকতা আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করেই ছাড়ব। বীরকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিশ্ব আজ বাংলাদেশকে অনুসরণ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নিয়ে যাব। এই হোক জাতীয় শোক দিবসের অনুপ্রেরণা।

Comment here