বিনোদন

‘এটা কোনো প্রেম নয়, এটা বন্ধুত্ব’

রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেম করছেন, সেটা তো নতুন কোনো খবর না। শুরু থেকেই এই সম্পর্ককে নিয়ে কোনো লুকোচুরি খেলেননি এই জুটি। গত বছর সম্পর্কের শুরুর দিকে আলিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই জানিয়েছিলেন রণবীর কাপুর। আবার আলিয়াও কখনো তাদের এই সম্পর্কের কথা অস্বীকার করেননি।

সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে ওঠে রণবীরকে তার জীবনের বিশেষ মানুষ হিসেবে উল্লেখ করে প্রকাশ্যেই ‘আই লাভ ইউ’ বলে বসেন আলিয়া, যা শুনে কিছুটা লজ্জা পেয়ে দর্শক সারিতে বসা রণবীর হাত দিয়ে মুখ ঢাকেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও রণবীরকে আলিয়া তার জীবনের বিশেষ মানুষ হিসেবেও উল্লেখ করেন। অন্যদিকে একই মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠার সময় রণবীরও আলিয়াকে প্রকাশ্যে চুমু খান।

তবে সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলিয়া যা বলেছেন, তা শুনলে এই জুটির ভক্তরা বেশ অবাক হবেন। রণবীরের সঙ্গে আলিয়া তার সম্পর্কটাকে ‘অসাধারণ বন্ধুত্ব’ বলে ব্যাখ্যা করেছেন।

ফিল্ম ফেয়ারের তরফে আলিয়াকে প্রশ্ন করা হয় তিনি রণবীরের মতো এমন কঠিন মানুষকে কীভাবে সামলান? আলিয়া উত্তরে বলেন, ‘রণবীর কোনো কঠিন বা জটিল মানুষ নন। ও একটা রত্ন।’

রণবীরের সঙ্গে তার এই সম্পর্ক নিয়ে আলিয়া বলেন, ‘এটা কোনো প্রেম নয়, এটা বন্ধুত্ব। আমি এই কথাটা সততার সঙ্গেই বলছি। আর এটা একটা অসাধারণ অনুভূতি। যেন আমি মেঘ ভর্তি আকাশে তারাদের পাশ দিয়ে হেঁটে চলেছি। সব থেকে বড় বিষয় হলো আমরা দুজনেই আলাদা মানুষ। ও আর আমি দুজনেই এখন দুজনের পেশাগত দিক দিয়ে ভীষণ ব্যস্ত। আমরা দুজনেই এখন এতটাই ব্যস্ত, হয়ত লোকজন সবসময় আমাদের একসঙ্গে দেখতেও পাবেন না। আর এটাই সুন্দর সম্পর্কের অঙ্গ।’

আলিয়া আরও বলেন, ‘একটা বই আছে যার নাম মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড। আর রণবীর ইজ মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড। এতে যেন কারোর নজর না লাগে।’

অতীতে রণবীরের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক এবং তা নিয়ে যে জটিলতা হয়েছে আলিয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘এতে কিছুই যায় আসে না। কে এসব নিয়ে মাথা ঘামায়। এটা ওর জীবনের অঙ্গ। রণবীরের আগে আমিও তো প্রেম করেছি। এমনটা নয়, আমি করিনি।’

প্রসঙ্গত, আগামীতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে, রণবীর-আলিয়াকে পর্দায় রোম্যান্স করতে দেখবে দর্শক।

Comment here

Facebook Share