এনওসি ছাড়া ওমানে ফেরার অনুমতি পাচ্ছেন প্রবাসীরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

এনওসি ছাড়া ওমানে ফেরার অনুমতি পাচ্ছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ওমান প্রবাসীরা চারটি শর্ত পূরণ সাপেক্ষে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া ওমানে ফেরত যেতে পারবেন। এগুলো হলো ওমানের বৈধ রেসিডেন্স আইডি এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। ওমানে যাওয়ার পরে কোভিড-১৯ (পিসিআর টেস্ট) পরীক্ষা করাতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে।

গত ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র পৃথক দু’টি চিঠির বরাত দিয়ে আজ সোমবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক (কর্মসংস্থান) মো. মিজানুর রহমান অপর এক চিঠিতে ওমানগামী প্রবাসী কর্মীদের ব্যাপক প্রচারণার জন্য জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, টিটিসি/আইএনটি সমূহ এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশনা প্রদান এবং বিএমইটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

 

Comment here