জাতীয়

‘এন্ড্রু কিশোর গানের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন’

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৬৪ বছর বয়সে আজ সোমবার সন্ধ্যায় পৃথিবী ছেগে চলে গেলেন এই নন্দিত গায়ক। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।

Comment here

Facebook Share