এফডিসিতে প্রবেশে বাধা, ক্ষুব্ধ পরিচালক ও প্রযোজকরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢালিউডবিনোদন

এফডিসিতে প্রবেশে বাধা, ক্ষুব্ধ পরিচালক ও প্রযোজকরা

বিনোদন প্রতিবেদক : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) উপস্থিত হয়েছেন শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া প্রবেশ কার্ড না দেখানোর কারণে অনেকেই এফডিসিতে ঢুকতে বাধার মুখোমুখি হন। এমন কড়া নিরাপত্তায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন ভোটার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

জানা গেছে, নির্বাচন কমিশনের দেওয়া হলুদ কার্ড না দেখানোর কারণে জনপ্রিয় নির্মাতা বদরুল আলম খোকন, নির্মাতা কাজী হায়াত, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, গাজী জাহাঙ্গীর, প্রযোজক মোহাম্মাদ ইকবালসহ আরও কয়েকজন নির্মাতা ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন। এই খবর শুনে পরিচালক ও প্রযোজক সমিতির নেতারা ছুটে আসেন।ads

এ সময় গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের সঙ্গে বাক-বিতণ্ডা হয় নেতাদের, দেখা দেয় চরম উত্তেজনা। পরে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের ফোন পেয়ে খোকনসহ সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়।

পরিচালকদের নেতা খোকনসহ অন্যান্য নির্মাতাদের গেটে আটকে দেওয়ায় এটাকে পরিচালকদের অপমান হিসেবে দেখছেন সমিতির নেতারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজকরাও। তারা এফডিসিতে নিরাপত্তার নামে এ ধরনের হয়রানির জন্য নির্বাচন কমিশনার ও এফডিসির মহাপরিচালকের কাছে অভিযোগও জানিয়েছেন।

বদিউল আলম খোকন বলেন, ‘বিষয়টি দুঃখজনক। উৎসবমুখর এই অনুষ্ঠানে আসতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা এরইমধ্যে এফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পরিচালক সমিতির কার্ড দেখিয়েছি, কিন্তু গেটের নিরাপত্তাকর্মীরা তা মেনে নিচ্ছে না।’

পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহীন সুমন বলেন, ‘কী বলবো, পুরাই হাস্যকর অবস্থা। এফডিসির জন্য এত পুলিশ-র্যাব দিয়ে নির্বাচন করাটা দৃষ্টিকটু। একটা নির্বাচন হবে উৎসবের মতো। কিন্তু এর নামে কী হচ্ছে। গুণী সব মানুষদের গেটে অপমান করা হচ্ছে। পুলিশের এখানে কিছু করার নেই। কিন্ত যারা এ ধরনের নিরাপত্তায় নির্বাচন আয়োজন করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই।’

নন্দিত নির্মাতা কাজী হায়াত বলেন, ‘আমি পরিচালক। সরকার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। আমাকে এফডিসিতে প্রবেশে কেন বাধা দেওয়া হবে? আমি খুবই অপমানিত হয়েছি। শিল্পীদের নির্বাচনের আগেও দেখেছো। অনেক হাই প্রোফাইল তারকারা নির্বাচন করেছেন। এমন বাজে অবস্থা ছিল না।’

এদিকে, নির্বাচনে সকালে ভোটকেন্দ্রে এসে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন চিত্রনায়ক সোহেল রানা। সে সময় এফডিসির মূল ফটকে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। এ কারণে নির্বাচনের নিরাপত্তাকে ‘বাড়াবাড়ি’ বলে দাবি করেন এই অভিনেতা।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।ভোটগ্রহণ উপলক্ষে এফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন।

Comment here