এবার উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

এবার উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক : পুরস্কারপ্রাপ্তদের হাতে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করবেন নূসরাত ফারিয়া এমনটাই জানালেন নূসরাত ফারিয়া নিজেই। আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন নূসরাত ফারিয়া; কিন্তু এবারই প্রথমবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

নূসরাত ফারিয়া বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি তিন বার পারফরম্যান্সে অংশগ্রহণ করেছি; কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি। তাই একটু ভয়তো কাজ করছেই। তবে এটাও সত্যি যে, উপস্থাপনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সবসময়ই উপস্থাপনা ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়। যারা আমাকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, যেন ঠিকঠাকভাবে দর্শকের ভালোলাগার মতো উপস্থাপনা করতে পারি।’ এদিকে নূসরাত ফারিয়া এরইমধ্যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথমবার একটি মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

 

Comment here