এবার গুলশানের ডেলটা টাওয়ারে আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
লিড নিউজসারাদেশ

এবার গুলশানের ডেলটা টাওয়ারে আগুন

 

রাজধানীর গুলশান-১ নম্বর এলাকার ডিএনসিসি মার্কেটের আগুনের রেশ না কাটতেই আবারও গুলশান-২ নম্বরে একটি ভবনে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের দায়িত্বরত অপারেটর পারভীন দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গুলশান-২ এর লাইফ ইন্সুরেন্স ভবন ডেলটা টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ৩ টা ৫৫ মিনিটে আমাদের ২টি ইউনিট রওনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেছে বলে জানানো হয়। তাই ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আর ঘটনাস্থলে যেতে হয়নি।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে সকাল পৌনে ৬টার দিকে গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। সবার সম্মিলিত চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর ওই বাজারটি নতুন করে গড়ে তোলার দুই বছরের মধ্যে আবার তা পুড়ে গেল।

Comment here