স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পায় সালমা খাতুনের শিবির। এর ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র ৫০ রানেই গুঁড়িয়ে যায় নেপাল। দলটির তিনজন ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি পাঁচজন।
চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। একটি করে উইকেট সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুনের।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের দল। ৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়শা রহমানের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় পায় বাংলাদেশ। মুরশিদা ২৪ বলে ২৩ ও আয়শা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা।
Comment here