বিনোদনহলিউড

এবার প্রিয়াঙ্কা নিজেই জানিয়ে দিলেন মা হবেন কবে

ক্যারিয়ারের শুরু থেকেই নানা চর্চায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করে সমালোচনার তুঙ্গে তিনি। এরপর সম্প্রতি মেট গালায় তার ফ্যাশন সেন্স নিয়েও বিতর্ক কম হয়নি।  এবার এক সাক্ষাৎকারে সরাসরি অভিনেত্রীকে প্রশ্ন করা হলো কবে তিনি মা হবেন।

গত বছর মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে কয়েকবারই প্রিয়াঙ্কার গর্ভবতী হয়ে পড়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা অসাধরণ এক উত্তর দিয়েছেন।  বলেছেন, ‘মা তখনই হবো যখন ঈশ্বর চাইবেন।’

জি নিউজের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কাকে এ ধরনের প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, মা হওয়ার ইচ্ছে তার নিশ্চয়ই রয়েছে তবে তা নিয়ে কোনো পরিকল্পনা এখনও করেননি।  মাতৃত্ব তার কাছে গর্বের এবং সন্তান জন্ম দেওয়াটা খুবই আনন্দের বিষয়।

কয়েকদিন আগে নিক অবশ্য বলেছিলেন, তিনি খুব তাড়াতাড়ি বাবা হতে চান। সন্তানের বাবা হওয়াটা তার কাছে আসল স্বপ্ন। একজন সন্তানের সঙ্গে জীবন কাটানোটা তার কাছে খুবই প্রিয়।

Comment here

Facebook Share