এবার স্কুলছাত্র নিহত পিকনিকের বাস উল্টে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এবার স্কুলছাত্র নিহত পিকনিকের বাস উল্টে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় পিকনিকের বাস উল্টে শামিম রেজা (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার দূর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল পিকনিকের ওই বাস। কিন্তু উপজেলার দূর্গাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামিম জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া বাসের আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালুখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বাস উল্টে একজন স্কুলছাত্র মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ফেনীর সদর উপজেলায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাতজন নিহত হয়েছেন।

Comment here