‘এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট’ ; সাংবাদিককে ট্রাম্প - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট’ ; সাংবাদিককে ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন নির্বাচনে পরাজয়টা এখনো হজম করতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে যখন হেরে যাচ্ছিলেন ঠিক তখন থেকেই ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি। গত বৃহস্পতিবারও সংবাদ সম্মেলনে একই দাবি করেন ট্রাম্প। এ সময় তার বক্তব্যের মাঝে প্রশ্ন করায় এক সাংবাদিককে মনে করিয়ে দেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উপলক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি নির্বাচনে ভোট কারচুপি নিয়ে অভিযোগ করতে থাকেন। এ সময় তার কথার মাঝে প্রশ্ন করেন এক সাংবাদিক। তারপরই তার ওপর ক্ষেপে যান ট্রাম্প।’

ট্রাম্প যখন কথা বলছিলেন তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি কখন ওভাল অফিস ত্যাগ করার পরিকল্পনা করেছেন?’ তখনই চটে যান মার্কিন প্রেসিডেন্ট। ওই সাংবাদিককে তিনি বলেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, আমার সঙ্গে এভাবে…। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’

আগামী ১৪ ডিসেম্বর জো বাইডেনকে নির্বাচনে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে- এ বিষয়টি ট্রাম্পকে মনে করিয়ে দেন ওই সাংবাদিক। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ঠিক আছে, যদি তারা (ইলেক্টোরাল কলেজ) তা করে তবে ভুল করছে। কারণ এই নির্বাচনটি জালিয়াতিপূর্ণ ছিল।’

ব্রিফিংয়ে বারবার ভোট কারচুপির কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। কেননা আমরা জানি যে নির্বাচনে প্রচুর কারচুপি হয়েছে। কিন্তু সময়টা আমাদের সঙ্গে নেই। তাই এ বিষয়ে তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারছি না।’

 

Comment here