এমপি আনারের মরদেহ উদ্ধার নিয়ে যে তথ্য জানালেন ডিবির হারুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এমপি আনারের মরদেহ উদ্ধার নিয়ে যে তথ্য জানালেন ডিবির হারুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ শিগগিরই উদ্ধার করতে পারবেন আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ আশা প্রকাশ করেন। এর আগে গতকাল রবিবার সকালে হারুন অর রশীদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় পৌঁছে।

তদন্তের অংশ হিসেবে কলকাতার বাগজোলা খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুন অর রশীদ। তিনি বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যকে কলকাতায় হত্যা করা হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। কলকাতা পুলিশও একজনকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছিল বাংলাদেশে এবং নিষ্পত্তি হয়েছে কলকাতায়। তাই আমরা নিউটাউন থানায় এসে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বেশ কিছু ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে রুমে তাকে হত্যা করা হয়েছিল, সেটিও পরিদর্শন করা হয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘এমন একটি ঘটনা আমি মেনে নিতে পারছি না। একটি সভ্য সমাজে এত নিষ্ঠুর বর্বরোচিত হত্যাকাণ্ড হতে পারে না। আমাদের প্রাণবন্ত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করে তার মরদেহ টুকরো করে ঠান্ডা মাথায় গুম করা হয়।’

তিনি বলেন, ‘মরদেহ উদ্ধারের চেষ্টায় ভারতীয় পুলিশ যথেষ্ট কাজ করছে। আমরা তাদের পাশে রয়েছি। তাদের যে আন্তরিকতা ও একনিষ্ঠ প্রচেষ্টা, তাতে আমাদের আশা, অল্প সময়ের মধ্যেই মরদেহ উদ্ধার করতে পারব।’

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমাদের দুই দেশের পুলিশ কাজ করছে। আমরা অবশ্যই সব অভিযুক্তকে গ্রেপ্তার করব এবং তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাব।’

Comment here