নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে এমপি জেসীর নিকটাত্মীয় মনিরুজ্জামান সুইট সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকায় সংসদ সদস্যদের নমুনা নেওয়ার অংশ হিসেবে এমপি জেসীরও নমুনা নেওয়া হয়। গত ২৪ জুন রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
মনিরুজ্জামান সুইট আরও জানান, এমপি জেসীর স্বামী ও দুই সন্তান এবং গৃহকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
Comment here