এলএসডি : সেই তিন শিক্ষার্থী কারাগারে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

এলএসডি : সেই তিন শিক্ষার্থী কারাগারে

আদালত প্রতিবেদক : রাজধানীর একটি বাসা থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদক উদ্ধারের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই তিন শিক্ষার্থীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব (রূপল) ও আসহাব ওয়াদুদ (তুর্য) এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ। এর আগে ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৩০ মে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর তদন্তে নেমে এলএসডির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। গত ২৬ মে রাতে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি মাদক জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি এলএসডি তারা তিন হাজার টাকা মূল্যে বিক্রি করতেন।

 

 

Comment here