এসএসসি পরীক্ষার দিন নির্ধারণ, রুটিন দিলো মাদ্রাসা বোর্ড - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

এসএসসি পরীক্ষার দিন নির্ধারণ, রুটিন দিলো মাদ্রাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। যেখানে সংক্ষিপ্ত সূচিতে, স্বল্প নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ২০২১ সালের পরীক্ষার রুটিন ওয়েবসাইটে আপলোড করেছে।

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। যেহেতু আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে তাই আমরা প্রথমে রুটিন আপলোড করেছি।’

তবে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আমি শুনেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন আপলোড করেছে। কিন্তু আমরা এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি।’

উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ সপ্তাহের শুরুতে সব বোর্ডের চেয়ারম্যান সম্ভাব্য রুটিনসহ পরীক্ষা গ্রহণের প্রস্তাবনা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

 

Comment here