আদালত প্রতিবেদক : পুলিশ ব্যুরো অব ইনভস্টিগেশনে (পিবিআই) কর্মরত এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করেছেন পুলিশের এক পরিদর্শক। আজ বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে বাদী হয়ে এ মামলা করেন।
বিচারক শামসুন্নাহার বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুইজনই সুদানে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেখান।
আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটি চলমান রয়েছে।
Comment here