জাতীয়

ওবায়দুল কাদের প্রিয়া সাহাকে নিয়ে যা বললেন

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কারও হাত আছে কিনা দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এসব বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারও হাত আছে কিনা এবং তিনি যখন দেশে ফিরবেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কী উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, কী ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন সেটা তো তাকে এক্সপ্লেইন করতে হবে।’

শেখ হাসিনা কখনোই ৩ কোটি ৩৭ লাখ ‘মিসিংয়ের’ কথা বলেননি- উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এই ইস্যুতে সরকার ব্যাকফুটে যাননি। এটা সাম্প্রতিক উসকানি হতে পারে। তাই মশা মারতে কামান দাগাতে চায় না সরকার।’

গণপিটুনির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণপিটুনির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এসব ঘটনায় দলীয় লোক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে মহাসড়কে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না বলেও জানান তিনি।

Comment here

Facebook Share