ওমরাহ করতে যাওয়ার ঘোষণা দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান।
আজ বুধবার দুপুরে শহরের শায়েস্তা খাঁ সড়কে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘মানুষ পুড়িয়ে মারা গণতন্ত্র না। গণতন্ত্রের জন্য নিজেকে সংগ্রাম করতে হয়। ক্ষমতায় আসার জন্য দোয়া কইরেন না। মৃত্যুর আগে একটাই দোয়া চাই, এমনভাবে যাতে কাজ করি, যেন আল্লাহ সন্তুষ্ট হন। মৃত্যুর সময় যেন ভয় না লাগে। আমি সামনে ওমরাহ করতে যাব। আপনারা দোয়া করবেন।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয় নাই, আমাদের শৈশব-কৈশোরকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের না, আগামী প্রজন্মের স্বপ্ন তিনি। আমি খারাপ হলে আমাকে ছুড়ে ফেলে দেন। কিন্তু ওনার ক্ষেত্রে কোনো ভুল করলে আগামীতে কেউ বলবে, আমার স্বপ্নকে মেরে ফেলা হয়েছে।’
আনসার সদস্যদের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমি আপনাদের কথা সংসদে তোলার চেষ্টা করব। আমি সংসদে বিড়ালের মতো কথা বলি না। আমি কথা বললে গর্জন করেই কথা বলতে চেষ্টা করি। আমি কথা বললে সবাই আমার কথা শোনে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, সেইটা চাই। এখন লাথি মারার সময় এসেছে। লাথি মেরে দরজা খুলতে হবে। এই দরজা, উন্নয়নের দরজা কেউ খুলে দেয় না। আমরা এক দিন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ।
Comment here