কমতে পারে স্বর্ণের দাম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কমতে পারে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক :প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশে বৈধ পথে স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে এবং স্বর্ণ চোরাচালান বন্ধে এ প্রস্তাব করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ‍উত্থাপিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বাজেট অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী জানান, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের অক্টোবরে ‘স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮’ প্রণীত হয়েছে। এ নীতিমালা প্রণয়ন পরবর্তী সময়ে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে স্বর্ণ আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

এতে করে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

 

Comment here