ঢামেক প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে মো. মজিবর রহমান (২৩) নামের সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম জানান, আজ শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ কমলাপুরের ১৩৫/ডি বাসার ছিটকিনি ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দ্বারা ঝুলন্ত অবস্থায় তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. মজিবর রহমানের মৃতদেহ উদ্ধার করা।
উপপরিদর্শক আরও জানান, মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মজিবর। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার কাগৈইয়া গ্রামের এসএম ইহসাক মিয়ার সন্তান।
মো. মজিবর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
Comment here