সারাদেশ

কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে থাকতে পারে : আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন খুব সীমিত আকারে হতে পারে বলে ধারণা করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

অনলাইন ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটি জায়গায় আক্রান্ত ব্যক্তির সংক্রমণের উৎস এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। আমরা দুটি ক্ষেত্রেই ইনভেস্টিগেশন করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেটার সোর্স অব ইনফেকশন জানা সম্ভব হয়নি। সেদিক থেকে লিমিটেড স্কেলে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে আমরা বলতে পারি।’

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘লিমিটেড স্কেলে যে এলাকার কথা আমরা বলেছি সেখানে ট্রান্সমিশন হয়ে থাকতে পারে বলেই কিন্তু ওই এলাকাটিকে আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণে রেখে কার্যক্রম নিয়েছি।’

এখন পর্যন্ত সারা দেশব্যাপী কমিউনিটি ট্রান্সমিশনের মতো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন বলার আগে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পেশ করতে হবে।’

এদিকে বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছালেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর।

প্রসঙ্গত, যখন কোনো সংক্রমণের উৎস চিহ্নিত করা যায় সেটাকে লোকাল ট্রান্সমিশন বলে। সংক্রমণ পাওয়া গেলেও তার উৎস চিহ্নিত করা না গেলে সেটাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশন।

Comment here

Facebook Share