নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘করোনা মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশের ১৬ কোটি মানুষকে এটা মোকাবিলা করতে হবে। প্রত্যেকটি মানুষের সতেচনতায় সম্ভব এই ঝুঁকি মোকাবিলা করা। আমরা বিজয়ী জাতি, মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। সম্মিলিতভাবে সচেতন হয়ে করোনা ঝুঁকিও আমরা মোকাবিলা করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে সরকার যে ছুটি ঘোষণা করেছে, সেটা কোনও উৎসবের ছুটি নয়। করোনা ঝুঁকি মোকাবিলার জন্য এ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় আমরা যেখানে আছি সেখানেই অবস্থান করবো। আমরা স্থানান্তর হবো না। এটাই হচ্ছে কথা।’
এ সময় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের বিষয়ে জানান তিনি। এছাড়া সারাদেশে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা বিষয়ে অবহিত করেন।
Comment here