আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭২৪ জন। এ ছাড়া বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার একদিনেই মারা গেছেন ৮৬ জন। এদের সবাই চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা ছিলেন। এ ছাড়া এদিন ৩ হাজার ৩৯৯ জনের শরীরে নতুন করে এই সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

বিশ্বব্যাপী এই ভাইরাসটি ২৮টি দেশ এবং অঞ্চলগুলোতে আরও ৩৪ হাজার ৪০০ জন মানুষকে সংক্রামিত করেছে। জাপান এবং হংকংয়ের দুটি জাহাজে কয়েক হাজার মানুষকে আলাদা করে রাখা হয়েছে। যার মধ্যে একটি জাহাজে ৬১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। চীনের মূল ভুখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুজন।

Comment here

Facebook Share