অনলাইন ডেস্ক : এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বসে নেই; দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ভ্যাকসিনের জন্য। এই ভ্যাকসিনের গবেষণায় চীন নাশকতা করছে এমন অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর রিক স্কট। তার দাবি যুক্তরাষ্ট্রের হাতে প্রমাণও রয়েছে চীনের বিরুদ্ধে।
বিবিসির অ্যান্ড্রু মার প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির এই নেতা এমন অভিযোগ করেন। তিনি বলেন, ‘ভ্যাকসিন গবেষণায় নাশকতা চালানোর চেষ্টা করছে চীন। আমাদের এই ভ্যাকসিনের কাজ শেষ করতেই হবে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে, কমিউনিস্ট চীন নাশকতা চালিয়ে আমাদের ব্যর্থ করে দিতে চায় অথবা এটা গতি টেনে ধরতে চায়। গোয়েন্দা তথ্য থেকে এটি আমরা জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা অথবা যুক্তরাজ্য বা ইউরোপের যে কেউই যদি প্রথমে এই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলে তাহলে সেটি পুরো বিশ্বকে দিয়ে দেওয়া হবে কিন্তু চীন সেটি করবে না। চীন আমাদের সঙ্গে যা করেছে তা হতাশজনক। করোনা নিয়ে তারা মিথ্যা বলেছে আমাদের সঙ্গে। নয়ত আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম।’
সংক্রমণের ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো চিকিৎসা বের করতে পারেননি বিজ্ঞানীরা। ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত ৭০টিরও বেশি ভ্যাকসিন গবেষণা চলছে বিশ্বজুড়ে। এর মধ্যে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জানিয়েছেন, দেশটি যদি সবার আগে ভ্যাকসিন আবিষ্কার করতে পারে তাহলে বিশ্বে সেটি বিতরণ করা হবে। উন্নয়নশীল দেশগুলো যাতে সেটি পায় তা নিশ্চিত করা হবে।
Comment here