বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’খ্যাত এই তারকাকে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, তামান্না সম্প্রতি হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর দেখা যায় তিনি করোনা পজিটিভ।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
এর আগে, গত আগস্ট মাসে তামান্নার বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল বলে টুইটারে জানিয়েছিলেন নায়িকা।
Comment here