করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২০০ জনে। একই সময়ে ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে) করোনায় তিনজনের মৃত্যু এবং ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়।

আজ রোববারবিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় নতুন করে যে দুইজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার একজন এবং ময়মনসিংহের একজন। মারা যাওয়া দুইজনই পুরুষ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিনপর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

Comment here