সারাদেশ

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন। করোনায় মোট মারা গেছেন ১১ হাজার ৯৭২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় দেশের ৪৫৪টি ল্যাবে ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত একদিনে শনাক্তের হার ৮.৯৯ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩.৭২ শতাংশ।

 

Comment here

Facebook Share