নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়। এই সময়ে করোনা শনাক্ত হয় ৮ হাজার ৩৬৪ জনের। এটাই ছিল এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড।
২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের। করোনায় মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন। আর মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Comment here