নিজস্ব প্রতিবেদক ; দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবারের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করছে বিএনপি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধের দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) দেশের সব মহানগর ও জেলায় খালেদা জিয়ার আশু মুক্তির দাবিতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম; কিন্তু দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় জনসমাবেশে আগতরা যেন এর ঝুঁঁকিতে না পড়েন, তাই আপাতত সে কর্মসূচি স্থগিত করা হয়েছ।’ করোনা ভাইরাস প্রতিরোধে দলের নেতাকর্মী-সমর্থকদের জনসচেতনতামূলক কর্মকা- পরিচালনারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সবচেয়ে বেশি লোকসমাগম হয়। তাই আমরা মনে করি, সেগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। অন্তত প্রথম দিকে দুই সপ্তাহ বন্ধ হওয়া প্রয়োজন। তার পর অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া উচিত।’ করোনা থেকে রক্ষা পেতে সরকার প্রাক-প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী ও মুগদা জেনারেল হাসপাতালÑ এ তিনটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে; কিন্তু এসব হাসপাতাল থেকে সাধারণ রোগীদের সরানো হয়নি। এর ফলে ছোঁয়াচে করোনায় অন্য রোগীও আক্রান্ত হয়ে পড়তে পারেন। ডাক্তার ও নার্সদের ট্রেনিং দেওয়া দরকার, তা এখনো হয়নি। হজক্যাম্পে কোয়ারেনটাইন অপ্রতুল ও অপর্যাপ্ত। সেখানে বেড পর্যন্ত নেওয়া হয়নি।’
বিমান ও স্থল বন্দরগুলোতে কোনো স্ক্যানিং ব্যবস্থা নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী ও সম্ভাব্য আক্রান্তদের সুচিকিৎসা ও ভাইরাসের প্রকোপ যেন না বাড়ে, তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’
Comment here