করোনায় দায়িত্ব পালনে অনীহা, সেই ওসি প্রত্যাহার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় দায়িত্ব পালনে অনীহা, সেই ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করা হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরে এআই‌জি (মি‌ডিয়া) মো.  সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘বর্তমান করোনা প‌রি‌স্থিতিতে জনস্বার্থ রক্ষা এবং জনসেবার যে নির্দেশনা পু‌লিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে সা‌র্বিকভাবে তা প্র‌তিপালনে তি‌নি যথেষ্ট ‌নিষ্ঠা ও পারদ‌র্শিতার প‌রিচয় দিতে সক্ষম হন‌নি। সে কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।’

সম্প্রতি বানিয়াচং থানা এলাকার কিছু মানুষ ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছে। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কাজের দায়িত্ব পালন করছে পুলিশ।

তবে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেছেন বলে গতকাল সোমবার গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

বর্তমানে সেখানে ওসি তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

এর আগে গতকাল সোমবার বানিয়াচঙের এসিল্যান্ড মামুনুর রহমান খানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

Comment here